Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

কাশিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

ডিসেম্বর ২৫, ২০২৪, ০৪:০৯ পিএম


কাশিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

গাজীপুরের কাশিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।

মঙ্গলবার মহানগরীর কাশিমপুরের ৩নং ওয়ার্ডের গোবিন্দবাড়ী ফরেস্ট অফিস সংলগ্ন সাধু নগরগামী পাকা রাস্তার পশ্চিম পাশে গজারি বনের ভেতরে ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন, জহুরুল ইসলাম, রঞ্জু মিয়া, রহমত এবং মমিন মিয়াকে আটক করে পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটন ফকির, হাবিবুর রহমান ও আনোয়ার হোসেনসহ অজ্ঞাতনামা ৪-৫ জন ডাকাত চক্রের সদস্যরা পালিয়ে যায়।

এ সময় তাদের কাছ থেকে ২টি চাপাতি, একটি স্টিলের চাকুসহ ডাকাতি কাজের বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকরা দীর্ঘদিন যাবত কাশিমপুরের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!