Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

উপদেষ্টা আসিফ মাহমুদ

উত্তরবঙ্গের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বাড়ছে

রবিউল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়)

রবিউল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়)

ডিসেম্বর ২৫, ২০২৪, ০৪:৩০ পিএম


উত্তরবঙ্গের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বাড়ছে

বিগত সময়ে উন্নয়ন কাজের ক্ষেত্রে উত্তরবঙ্গ অবহেলিত ও বঞ্চিত হয়ে আসছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উত্তরবঙ্গের প্রতি যে বঞ্চনা ও বৈষম্য হয়েছে সেটা নিরসনের জন্য কাজ করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বুধবার দুপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম৷

উপদেষ্টা আসিব মাহমুদ বলেন, আমরা একটি সাধারণ সিদ্ধান্ত হিসেবে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা এবং যে সকল প্রকল্প চলমান রয়েছে সেগুলোর থেকে উত্তরবঙ্গের বরাদ্দ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে প্রজেক্ট ডিরেক্টরদের এই নির্দেশনা দেয়া হয়েছে। বিগত সময়ে যেসকল এলাকাগুলো বৈষম্যের শিকার হয়েছে সেসকল এলাকায় উন্নয়ন কার্যক্রম বৃদ্ধি করা হবে৷ তিনি উত্তরবঙ্গের ১২টি জেলার ২২টি উপজেলা পরিদর্শন করবেন বলে জানান৷

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি প্রমুখ।

ইএইচ

Link copied!