ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২৪, ০৫:৪৪ পিএম
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২৪, ০৫:৪৪ পিএম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে চালকের মৃত্যু হয়েছে। নিহত ভটভটি চালকের নাম রাসেল মিয়া (২৫)।
বুধবার সকালে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার বিজিবি ক্যাম্পের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাসেল বাগভান্ডার গ্রামের আজিজুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, রাসেল বুধবার সকালে বাড়ি থেকে ভটভটি নিয়ে বের হন। ভূরুঙ্গামারীর বাগভান্ডার ক্যাম্পের মোড় এলাকায় পৌঁছলে তার ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় সে ভটভটির নিচে চাপা পড়ে।
স্থানীয়রা তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, হাসপাতালে আনার আগেই দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তির মৃত্যু হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) নন্দলাল চৌধুরী বলেন, দুর্ঘটনা কবলিত ভটভটির চালক মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএইচ