চৌগাছা (যশোর) প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২৪, ০৭:৪১ পিএম
চৌগাছা (যশোর) প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২৪, ০৭:৪১ পিএম
যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় পলাতক ৭ আসামিকে আটক করেছেন চৌগাছা থানা পুলিশ।
বুধবার অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক আসামিদেরকে যশোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
চৌগাছা থানা সূত্রে জানা যায়, যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদের নির্দেশক্রমে চৌগাছা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজন আসামিকে আটক করেছে।
আটক পলাতক আসামিরা হলেন- উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের লিয়াকত খানের ছেলে মিজানুর রহমান মিজান খান (৩৫), তার ভাই রিয়াজ হোসেন খান (২০), স্বরুপদাহ ইউনিয়নের হিজলী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আলাউদ্দিন (২৪), নারায়নপুর ইউনিয়নের কাদবিলা গ্রামের পূর্বপাড়ার মৃত সুশান্ত রায় মৈত্রের ছেলে অপূর্ব রায় মৈত্র (২৬), একই গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে সোহেল রানা (২৫), মৃত আব্দুল আজিজের ছেলে মকবুল হোসেন (৪০) ও লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পালপাড়া গ্রামের মৃত বজল হকের মেয়ে ফাতেমা বেগম ডলি (৩৮) ।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ পায়েল হোসেন বলেন, আটক আসামিদের যশোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইএইচ