যশোর প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২৪, ০২:১৮ পিএম
যশোর প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২৪, ০২:১৮ পিএম
যশোরে তিন দফা দাবিতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়।
যশোরের কৃষি বিভাগের উপ-পরিচালক মোশারফ হোসেনের নেতৃত্বে মানববন্ধনে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুই শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন- যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোশারফ হোসেন, কৃষিবিদ বখতিয়ার হোসেন, যশোর সিটি কলেজের সহকারী অধ্যাপক শরিফুল হাসান সুজন, এমএম কলেজের এনাম হোসেন, নিতিশ চন্দ্র কর্মকার, ইমরুল হোসেন, এস এম আইয়ুব হোসেন প্রমুখ।
ইএইচ