Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি

ডিসেম্বর ২৬, ২০২৪, ০২:৫৫ পিএম


চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখান চা বাগানে চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সুবিধাবঞ্চিত এসব মানুষদের পাশে দাড়িয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির অন্যতম সামাজিক সংগঠন ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব’।

বৃহস্পতিবার সকালে নর্থ সাউথ ইউনিভার্সিটির আয়োজনে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

১ হাজার চা শ্রমিক পরিবারের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার মেজবাহ উল হাসান চৌধুরীসহ নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষার্থী ও ক্লাবের সদস্যরা।

আয়োজকরা জানান, শীতবস্ত্র বিতরণের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের কাছ থেকে অর্থ ও শীতবস্ত্র সংগ্রহ করে, পরবর্তীতে সংগৃহীত শীতবস্ত্র শ্রীমঙ্গলে দরিদ্র চা শ্রমিকের মাঝে বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!