ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২৪, ০৩:৪৭ পিএম
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২৪, ০৩:৪৭ পিএম
টঙ্গীর ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত মানুষের ওপর সন্ত্রাসী সাদপন্থিদের বর্বরোচিত হামলার বিচার ও বাংলাদেশে সাদপন্থীদের আজীবন নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করেছে হবিরবাড়ীর সর্বস্তরের তৌহিদী জনতা।
এ সময় সাদদপন্থিদের গ্রেপ্তার ও তাদের মারকাস বন্ধের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও গণসমাবেশে বক্তব্য দেন করেন ইত্তেফাকুল উলামা ভালুকার সভাপতি মাওলানা মুফতি আতিকুল ইসলাম, ইমাম ওলামার সভাপতি মাওলানা আব্দুল মাজিদ, হবিরবাড়ী ওলামা কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা ইলিয়াস আহাম্মেদ, সিডস্টোর বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি ইয়াহিয়া সুতারপুরি, আল খিদমা ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মুফতি আল আমিন, হবিরবাড়ী ওলামা কল্যাণ পরিষদ ৬নং ওয়ার্ড সভাপতি মাওলানা মুফতি সাজিদুর রহমানসহ আরও অনেক ওলামায়ে কেরাম।
ইএইচ