Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

রাজবাড়ীতে কৃষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রাজবাড়ী ও কালুখালী প্রতিনিধি

রাজবাড়ী ও কালুখালী প্রতিনিধি

ডিসেম্বর ২৬, ২০২৪, ০৪:১৭ পিএম


রাজবাড়ীতে কৃষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে কৃষক কদম আলী শেখকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কালুখালি উপজেলার হরিনবাড়িয়া বাজারে মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী।

এ সময় নিহত কদম আলীর স্ত্রী কাললি বেগম, ছেলে আবজাল শেখ, মেয়ে আসমা বেগম বক্তব্য দেন।

বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে গত ৯ ডিসেম্বর হরিনবাড়িয়া বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় একটি রসুন ক্ষেতে কদম আলীকে হত্যা করে আবুল কালাম ও তার পরিবারের লোকজন।

এ ঘটনায় হত্যাকাণ্ডের ১৮ দিন পার হলেও পুলিশ কাওকে আটক করতে পারেনি।

বক্তারা কদম আলী হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

ইএইচ

Link copied!