নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২৪, ০৪:৩৩ পিএম
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২৪, ০৪:৩৩ পিএম
নাগরপুর উপজেলা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও দীর্ঘ ১৭ বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু’র মুক্তি লাভে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নাগরপুর মহিলা কলেজের সামনে থেকে আনন্দ র্যালি শুরু হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আনন্দ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য রবিউল আওয়াল লাভলু।
আরও উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা কৃষক দলের সাবেক যুগ্ম সম্পাদক, সহ-সভাপতি জেলা জিয়া পরিষদ টাঙ্গাইল, নাগরপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন মিয়া, যুগ্ম সম্পাদক ফারুখ খান, উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাজমুল হক স্বাধীন, নবগঠিত শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন হতে আগত নেতৃবৃন্দ।
ইএইচ