Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

জেলা প্রশাসক আজাহারুল ইসলাম

আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চাইলে ছাড় দেয়া হবে না

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

ডিসেম্বর ২৬, ২০২৪, ০৭:৪৩ পিএম


আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চাইলে ছাড় দেয়া হবে না

যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যদি কোন অপশক্তি আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চায়, তবে তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে।

বলেছেন, যশোরের মোট জনসংখ্যার অল্পকিছু সংখ্যক মানুষ অপরাধের সাথে জড়িত। এদের কাছে সমাজের মানুষ জিম্মি হতে পারে না।

ভবদহের জলাবদ্ধতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আপারভদ্রা নদী খনন ও পানি নিষ্কাশনে ব্যবস্থা নিয়েছি। পানিবন্দি মানুষের মাঝে প্রশাসনের পক্ষ থেকে চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুফ, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, উপজেলা জামায়াতে ইসলামী আমির সরদার শরিফ হোসেন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আক্তার উদ্দিন পলাশ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরি, উপজেলা হেফাজতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শিক্ষার্থী সিয়াম হোসেন, ফয়সাল আহমেদ, রাফি আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু,  নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা প্রমুখ। 
মতবিনিময় সভা সঞ্চালনা করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দোবাশীষ দাস নান্টু।

ইএইচ

Link copied!