মদন (নেত্রকোণা) প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২৪, ০৪:১৯ পিএম
মদন (নেত্রকোণা) প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২৪, ০৪:১৯ পিএম
নেত্রকোণার মদন উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার আইডিয়াল স্কুলে এ সভাটি অনুষ্ঠিত হয়েছে।
সভায় বাংলাদেশ জামায়াত ইসলামীর মদন উপজেলা শাখার আমির মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল ফরিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমদ হারিছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেত্রকোণা জেলার সাবেক আমির মাওলানা এনামুল হক, নেত্রকোণা জেলা শুরা কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন, কর্ম পরিষদ সদস্য ও তারবিয়াত সেক্রেটারি মো. বদরুল আমিন, কালিজুরী উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা ইসমাইল হোসেন।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাস্টার), প্লেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আমিন, সাংবাদিক মোতাহার হোসেন লিটনসহ জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও কর্মীরা।
ইএইচ