গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২৪, ০৮:৩৮ পিএম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২৪, ০৮:৩৮ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪নং ফেরিঘাট এলাকার শাহাদত মেম্বার পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি গবাদি পশু ও দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার বিকাল ৫টার সময় এলাকার শহীদের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
দ্রুত আগুন আশপাশের ঘরেও ছড়িয়ে পড়ে। এতে শহীদের গোয়ালঘরে থাকা দুটি গবাদি পশু আগুনে পুড়ে মারা যায়।
স্থানীয়রা জানান, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত রেজাউলের ঘর পর্যন্ত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আব্দুল বাছেদ অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকাণ্ডে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং দুটি গবাদি পশু পুড়ে মারা গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। তবে আমাদের প্রচেষ্টায় ১২ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।’
ইএইচ