Amar Sangbad
ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪,

সাদপন্থী শীর্ষ নেতা জিয়া বিন কাসেম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৮, ২০২৪, ০২:০১ পিএম


সাদপন্থী শীর্ষ নেতা জিয়া বিন কাসেম গ্রেপ্তার

ইজতেমা মাঠে তিন মুসল্লি নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি সাদপন্থীদের শীর্ষ নেতা জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি ঢাকা জেলার সাভারে।

শনিবার জিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার (অপরাধ) এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বলেন, ‘আজ ভোরে চট্টগ্রাম থেকে জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করা হয়। তাকে টঙ্গীতে আনা হচ্ছে।

তাবলীগ জামায়াতের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করে জানান, সাদপন্থী কর্তৃক টঙ্গী হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়া বিন কাসিম চট্টগ্রাম ডবলমুরিং থানায় শনিবার সকালে গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে তাকে পুলিশের গাড়িতে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে।

এর আগে, গত ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে দুই গ্রুপের দ্বন্দ্বে তিন মুসল্লি নিহত ও শতাধিক মুসল্লি আহত হন।

এ ঘটনায় শুরায়ে নেজামের (জুবায়ের পন্থী) পক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। গ্রেপ্তার জিয়া বিন কাসেম এজাহারভুক্ত ৬ নম্বর আসামি।

ইএইচ

Link copied!