Amar Sangbad
ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪,

অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

ডিসেম্বর ২৮, ২০২৪, ০২:২৮ পিএম


অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা

রাজবাড়ীর পাংশায় ভ্রাম্যমাণ আদালতে জাফর খাঁ (৪০) নামের এক মাংস ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার পাংশা রেলগেট এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। মাং

স ব্যবসায়ী জাফর খাঁ উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের হোসেন খাঁ‍‍`র ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল।

জানা যায়, পাংশা পৌর শহরের রেলগেট এলাকায় গরুর মাংসে রক্ত মিশিয়ে ফ্রিজে সংরক্ষণ করা মাংস এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাংস ব্যবসায়ী তার দোষ স্বীকার করায় ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

অন্যদিকে পাংশা পৌর শহরে দিনের বেলায় পাথর বোঝাই ট্রাক নিয়ে প্রবেশ করায় ট্রাক ড্রাইভারের কাছ থেকে ১ হাজার জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, পাংশা মডেল থানার এসআই সাজিদ ও সঙ্গীয় ফোর্স। এ সময় উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর তৈয়বুর রহমান।

ইএইচ

Link copied!