Amar Sangbad
ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪,

ঢাকা-সিলেট মহাসড়কে ছিনতাইকৃত ১৮ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৪

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ২৮, ২০২৪, ০৫:৩৪ পিএম


ঢাকা-সিলেট মহাসড়কে ছিনতাইকৃত ১৮ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার থানাস্থ বাগবাড়ী এলাকা থেকে ছিনতাই হওয়া ১৮ টন রড ভর্তি ট্রাক বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে উদ্ধার করেছে।

একই সঙ্গে ছিনতাইয়ের সাথে জড়িত ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে। তবে তদন্তের স্বার্থে পুলিশ তথ্য দিতে বিলম্ব করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার পাঁচরুখী এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. রাব্বি (৩০), সদর থানার চর সৈয়দপুর এলাকার সেলিম মিয়ার পুত্র আহাদ (২৪), কুমিল্লা জেলার হোমনা থানার বীথি কালমিনা এলাকার (এপি- ছনপাড়া এলাকার মোশারফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া) ছোটন মিয়ার পুত্র চঞ্চল মিয়া (২৭) এবং পাঁচরুখী এলাকার আ. সাত্তারের পুত্র আ. রহমান ওরফে আবির (২৪)।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ছিনতাই রোধে পুলিশ যথাসাধ্য পদক্ষেপ গ্রহণ করছে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি মামলা হয়েছে।

ইএইচ

Link copied!