Amar Sangbad
ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪,

পঞ্চগড়ে ৭ হাজার শিশুকে নিয়ে শীত আনন্দ উৎসব

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

ডিসেম্বর ২৮, ২০২৪, ০৫:৪৮ পিএম


পঞ্চগড়ে ৭ হাজার শিশুকে নিয়ে শীত আনন্দ উৎসব

পঞ্চগড়ের ৭ হাজার শিশুকে নিয়ে শীত আনন্দ উৎসব চলছে। শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ উপহার দেয়া হচ্ছে।

এরই অংশ হিসেবে শনিবার তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১২শ শিক্ষার্থীর মাঝে এ শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ উপহার তুলে দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার রংপুরের পরিচালক (যুগ্ম সচিব) আবু জাফর, বিশেষ অতিথি হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক সারজিস আলম, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডিরেক্টর মোহাম্মদ মঞ্জু মোল্লা এফসিএ, ডিরেক্টর অঞ্জন মল্লিক, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন রঞ্জু, রেজাউল করিম শাহিনসহ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজনগর ব্রাইট স্টার পাঠাগারের সভাপতি তাজউদ্দীন আহম্মেদ। 

শিশুস্বর্গ ফাউন্ডেশন জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা ও উদ্যোগে গড়ে ওঠা সংগঠনটি শীত আনন্দ উৎসবের মাধ্যমে প্রতিবছরের মতো এ বছরেও পঞ্চগড় জেলার সাত হাজার শিশু-কিশোরকে শীতের কাপড়, স্কুলব্যাগ উপহার দেওয়া হচ্ছে।

এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় জেলার ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাচ্ছে এসব উপহার। ইতোমধ্যে প্রায় ৩ হাজার শিশু-কিশোরের হাতে উপহার তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদের হাতে তুলে দেওয়া হবে শীতের এই উপহার। শিশুদের মধ্যে শীতের নতুন কাপড় আর নতুন স্কুলব্যাগ পেয়ে পারিবারিক আনন্দের সঙ্গে যোগ করেছে নতুন মাত্রা।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক কবীর আকন্দ বলেন, এ বছর আমরা শীত উৎসবের আয়োজনের মাধ্যমে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাত হাজার শিশুকে শীতের উপহার হিসেবে নতুন জামা ও স্কুল ব্যাগ দেওয়া হচ্ছে। মূলত ২০১০ সালে সীমান্তের অবহেলিত, সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলগামী করতে শিশুস্বর্গ প্রতিষ্ঠা করা হয়।

ইএইচ

Link copied!