জামালপুর প্রতিনিধি
ডিসেম্বর ২৮, ২০২৪, ০৮:২২ পিএম
জামালপুর প্রতিনিধি
ডিসেম্বর ২৮, ২০২৪, ০৮:২২ পিএম
জামালপুরে ১৪৫ বস্তা ভারতীয় জিরাসহ চোরাচালান চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জামালপুর ডিবি পুলিশ।
শনিবার ভোরে জামালপুর-শেরপুর মহাসড়কের উপর অবৈধভাবে চোরাই পথে আনা ১৪৫ বস্তা ভারতীয় ‘জিরা’ ও একটি মিনি ট্রাকসহ তিন চোরাকারবারিকে আটক করা হয়।
আটকরা হলেন- মো. রাকিব মিয়া সজীব (২০), মো. মোস্তাক আহম্মেদ (২৪) ও মো. মাহমুদুল আল হাসান লিখন (৩৬)।
জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে জিরাসহ ট্রাক আটক করে এসআই মো. আসাদুজ্জামান ও এসআই সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে ডিবি-১ এর চৌকস অভিযানিক দল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাচালান ব্যবসার কথা স্বীকার করেছে। এ বিষয়ে জামালপুর সদর থানার মামলা করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইএইচ