ভোলা প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২৪, ১১:১২ এএম
ভোলা প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২৪, ১১:১২ এএম
ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার ঘনফুট বালুসহ ১টি ড্রেজার বলগেট (বালুবাহী) ও অবৈধ বেহুন্দিজাল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মো. দিদারুল ইসলাম (৩৮), মো. রাসেল (৩২), আব্দুর রহিম (২২) নামের ৩ জনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
শনিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা অবধি চলা এ অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন ও থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার ঘনফুট বালুসহ ১টি ড্রেজার বলগেট (বালুবাহী) ও অবৈধ ১ হাজার মিটারের ১টি বেহুন্দিজাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন- বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, সানোয়ার হোসেন, পিও কন্টিনজেন্ট কমান্ডার বিজিসি আউট পোস্ট লালমোহন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা ও সংশ্লিষ্ট থানা পুলিশ।
এ বিষয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, আইনশৃঙ্খলা ও অপরাধ প্রতিরোধে নিয়োজিত থেকে মেঘনা নদী সংলগ্ন মির্জাকালু এলাকায় বাঁধের নিকটবর্তী ভূমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগ সরেজমিন পরিদর্শন করা হয়। এ সময় ব্যক্তি মালিকানাধীন জমি হলেও অনুমতি ছাড়া ফসলি জমির উপরিভাগ কাটা বা বাঁধ/সড়ক/ সেতু/আবাসিক এলাকার ১ কি.মি. এলাকার মধ্যে মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটির ক্ষতিকর দিকগুলো সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করি, পরবর্তীতে তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী একজনকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩মাসের কারাদণ্ড এবং ৩ জনকে ১ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি আমরা জাটকা ও পোনা মাছ রক্ষায় আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের ১ হাজার মিটারের অবৈধ বেহুন্দি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ইএইচ