Amar Sangbad
ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫,

সালথায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ডিসেম্বর ২৯, ২০২৪, ১২:৪৩ পিএম


সালথায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

ফরিদপুরের সালথায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

রোববার বেলা ১১টায় আমেনা রশিদ ফাউন্ডেশন ও রোটারি ক্লাব অব ঢাকা ইস্টের যৌথ উদ্যোগে এবং সালথা উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।

এ সময় মোট ১৬ জন প্রতিবন্ধীর মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বি নোমানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবা অধিদপ্তরের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমেনা রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও রোটারি ক্লাব অফ ঢাকা ইস্ট সভাপতি ইদ্রিস আলী মোল্লা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার কাজী শাহ্ আলম, ফরিদপুর টিটিসির সাবেক অধ্যক্ষ আবুল বাসার, উপজেলা জামাত ইসলামির নায়েবি আমির মো. আজিজুর রহমান প্রমুখ।

ইএইচ

Link copied!