বরিশাল ব্যুরো
ডিসেম্বর ২৯, ২০২৪, ১২:৫৫ পিএম
বরিশাল ব্যুরো
ডিসেম্বর ২৯, ২০২৪, ১২:৫৫ পিএম
বরিশালে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে কিশোরীদের জন্য হিউম্যান পেপিলোমা ভাইরাসের (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন চলমান রয়েছে।
এর মধ্যে বরিশাল নগরী ও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রীদের বিনামূল্যে পর্যায়ক্রমে এ টিকা দেওয়া হচ্ছে।
এছাড়া ক্যাম্পেইন পরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নয় এমন ১০ থেকে ১৪ বছরের কিশোরীকে এলাকা ভিত্তিক নির্ধারিত টিকাদান কেন্দ্রে বিনামূল্যে এ টিকা দেওয়া হচ্ছে।
টিকা গ্রহণের জন্য কিশোরীরা ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে নিজেরাই জন্মনিবন্ধন সনদের মাধ্যমে টিকার নিবন্ধন করতে পারবে।
রোববার বরিশাল আভাস প্রশিক্ষণ সেন্টারে টিকাদান ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন বরিশাল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডা. আবদুর রাজ্জাক।
আভাসের নির্বাহী পরিচালক রাহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এজাজ হোসেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. সজল পান্ডে।
বক্তারা বলেন, বাল্যবিবাহ, অপ্রাপ্ত বয়সে সন্তানধারণ, বহু গর্ভধারণ, একাধিক যৌনসঙ্গী, ধূমপায়ী জনগোষ্ঠী, স্বল্প রোগ প্রতিরোধকারী বা এইডস আক্রান্ত ব্যক্তি, প্রজনন সম্পর্কে অসচেতন জনগোষ্ঠী জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকিতে রয়েছেন। আর এ ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকা খুবই গুরুত্বপূর্ণ।
তবে টিকাদান ক্যাম্পেইন শুরুর পর থেকে এ টিকা নিয়ে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে। অনেকে ফেসবুকে গুজব ছড়াচ্ছে। এ সম্পর্কে সচেতন হতে হবে এবং জনসচেতনতা তৈরি করতে হবে।
ইএইচ