ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২৪, ০২:০৪ পিএম
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২৪, ০২:০৪ পিএম
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলার ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ে দিনব্যাপী এ মেধাবৃত্তি পরিক্ষায় উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ১২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন, ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. রহমত আলী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাসুদ রানা, ভোলাহাট কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল বাসির, সাধারণ সম্পাদক মো. নাসির আলী, দেলোয়ার হোসেনসহ অনেকে।
এ বিষয়ে পরীক্ষাকেন্দ্র নিয়ন্ত্রকের দায়িত্বে থাকা মো. মাসুদ রানা বলেন, গণিত, বাংলা, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর ট্যালেন্টপুলে ও সাধারণ ২টি গ্রেডে নির্বাচিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র, সম্মাননা স্মারক ও বৃত্তির টাকা প্রদান করা হবে।
ইএইচ