মাগুরা প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২৪, ০৬:০৯ পিএম
মাগুরা প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২৪, ০৬:০৯ পিএম
মাগুরায় বীর মুক্তিযোদ্ধা শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় এ ভাঙচুরের ঘটনা ঘটে।এ সময় অফিসের সাইনবোর্ড ও দরজা ব্যাপক ভাঙচুর করা হয়। একজন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের কিংবদন্তির অফিস ভাঙচুরের ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের ব্যক্তিরা তীব্র নিন্দা জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অধিনায়ক আকবর হোসেন মিয়ার ছেলে কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি বলেন, শনিবার সন্ধ্যায় খামারপাড়া বাজারে শ্রীকোল ইউনিয়ন বিএনপি`র একটি আলোচনা সভা ছিল। আলোচনা সভা শেষে শ্রীপুর উপজেলা বিএনপি`র সাবেক সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম জোয়ার্দারের নেতৃত্বে ভাঙচুর চালানো হয়৷
খোঁজ নিয়ে জানা গেছে, রক্তদান থেকে শুরু করে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হয় এ অফিস থেকে। যদি ও এটা কোন রাজনৈতিক অফিস না, বীর মুক্তিযোদ্ধা অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের নামে অফিসটি।
এ বিষয়ে উপজেলা বিএনপি`র সাবেক সহ-সভাপতি শিকদার মঞ্জুর আলম জানান, আকবর বাহিনীর সদর দপ্তর ভাঙচুরের ঘটনার নিন্দা জানাই। আকবর বাহিনী মাগুরার মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে সম্পৃক্ত। আকবর বাহিনীর প্রধান আকবর সাহেব সর্বপ্রথম শ্রীপুরে শত্রুমুক্ত এলাকায় হিসেবে ঘোষণা করেন। আমরা শ্রীপুরবাসী দল-মত নির্বিশেষে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে উপজেলা বিএনপি`র সাবেক সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম জোয়ার্দার জানান,আমার মিছিল থেকে কেউ যেয়ে এটা ভাঙেনি। বাইরের কিছু ছেলেপেলে এটা ভাঙচুর করেছে। অফিসটিতে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল এটা দেখেই তারা উত্তেজিত হয়ে ভাঙচুর চালায়। পরে আমি খবর পেয়ে তাদেরকে নিবৃত করি। এ ভাঙচুরের ঘটনায় আমার কোন সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, ঘটনার পর পুলিশ সেখানে গিয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনের আওতায় আনা হবে।
আরএস