গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২৪, ০৮:০৫ পিএম
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২৪, ০৮:০৫ পিএম
নাটোরের গুরুদাসপুর উপজেলায় কৃষি জমিতে স্থাপিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সরকারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ৯টি ইটভাটায় মোট ২৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার।
তিনি জানান, কৃষি জমিতে ইটভাটা স্থাপন করে কৃষি উৎপাদনে ব্যাঘাত ঘটানো এবং পরিবেশ নষ্ট করায় ইটভাটা নিয়ন্ত্রণ আইনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুততম সময়ে কৃষি জমি থেকে ইটভাটা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইটভাটা মালিকদের বিকল্প কর্মসংস্থানের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন নাটোর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. বরহান উদ্দিন, সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. আরাফাত রহমান এবং গুরুদাসপুর থানার এসআই মো. মাসুদ রানা।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ সংরক্ষণ ও কৃষি উৎপাদন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইএইচ