কুষ্টিয়া প্রতিনিধি
ডিসেম্বর ৩০, ২০২৪, ০২:৪৫ পিএম
কুষ্টিয়া প্রতিনিধি
ডিসেম্বর ৩০, ২০২৪, ০২:৪৫ পিএম
কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশ গড়াই রেল ব্রিজের নীচ থেকে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে।
সোমবার ভোরে কুমারখালী উপজেলার লাহিণী পাড়া গড়াই রেলসেতুর নীচ থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী জানায়, গড়াই নদীর রেল ব্রিজের নিচে নদীর চরে আনুমানিক ৭০ বছর বয়সের এক বৃদ্ধের লাশ পরে থাকতে দেখে তারা কুমারখালী থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অজ্ঞাত ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলেমান শেখ ঘটনা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে রাতে যেকোন সময় চলন্ত ট্রেন থেকে ওই অজ্ঞাত বৃদ্ধ ব্রিজের নিচে পড়ে যেয়ে নিহত হয়েছেন। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি।
ইএইচ