সোনারগাঁও প্রতিনিধি
ডিসেম্বর ৩০, ২০২৪, ০৪:১১ পিএম
সোনারগাঁও প্রতিনিধি
ডিসেম্বর ৩০, ২০২৪, ০৪:১১ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার পৌর এলাকার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সকল বিষয়ে প্রথমতো দৃষ্টি রাখতে হবে তাদের মায়েদের। কারণ বেশিরভাগ সময়টা তারা কাটায় মায়েদের কাছে। তার পাশাপাশি খেয়াল রাখতে হবে শিক্ষকদের, তাহলেই তারা প্রান্তিকভাবে গড়ে উঠে সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে।
ইএইচ