কুষ্টিয়া প্রতিনিধি
ডিসেম্বর ৩০, ২০২৪, ০৫:১১ পিএম
কুষ্টিয়া প্রতিনিধি
ডিসেম্বর ৩০, ২০২৪, ০৫:১১ পিএম
দীর্ঘ ১৭ বছর পর কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সদর উপজেলা শাখার উদ্যোগে বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর আড়াইটায় কুষ্টিয়া শহরতলি বটতল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে আশা মানুষে জনসমুদ্রে পরিণত হয়।
কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি বশিরুল আলম চাঁদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, কর্মী সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য তৌহিদুল ইসলাম আলম, অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য আব্দুল মাজেদ, ইসমাইল হোসেন মুরাদ, কামাল হোসেন, আব্দুল হাকিম মাসুদ, সহায়ক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব প্রমুখ।
ইএইচ