Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাগুরা সদর হাসপাতালে দুদকের অভিযান: মিলেছে নানা অনিয়মের চিত্র

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

ডিসেম্বর ৩০, ২০২৪, ০৫:১৭ পিএম


মাগুরা সদর হাসপাতালে দুদকের অভিযান: মিলেছে নানা অনিয়মের চিত্র

মাগুরায় ২৫০ শয্যা সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন দুদক ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদ, মো. বজলুর রহমান, কাউসার আহমেদ, এসআই মহাসিন হাসান।

মাগুরা সদর হাসপাতাল সম্পর্কে দুদকের ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ে জমা পড়া বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখার জন্য এ অভিযান চালায় দুদক ঝিনাইদহ কার্যালয়ের একটি দল।

দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ ও মো. বজলুর রহমান অভিযানকালে হাসপাতালের প্রত্যেকটি বিভাগের ওয়ার্ডে ও স্টোররুমে সরকারিভাবে সরবরাহ করা ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, খাদ্যসহ একাধিক বিষয় পর্যবেক্ষণ করেন।

পাশাপাশি দুদকের এ দল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ওষুধের স্টোররুমে থাকা মালামালের সঙ্গে কাগজপত্রের যথাযথ মিল আছে কি না সেটা যাচাই করেন। এ সময় খাদ্য এবং ওষুধে কিছুটা অনিয়ম দৃশ্যমান হয়।

ঝিনাইদহ দুদকের সহকারী পরিচালক বজলুর রহমান জানান, পুরো প্রতিবেদন আমরা কমিশনে জমা দেব। কমিশন যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালানো হবে।

মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোহসিন উদ্দিন বলেন, দুর্নীতি দমন কমিশনের একটি দল সকালে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আসেন এবং হাসপাতালের একাধিক বিষয় তারা তদন্ত করছেন।

ঝিনাইদহ দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ বলেন, ঢাকা থেকে ইনফোর্সমেন্ট ইউনিট অভিযোগের বিষয়ে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে একটি অভিযান পরিচালনা করা হচ্ছে। বেশ কিছু স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে আমরা এসেছি হাসপাতালের বর্তমান অবস্থা, ওষুধ, খাবারের মান, টেন্ডারের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। এগুলো অ্যানালাইসিস করে বিস্তারিত প্রতিবেদন আকারে কমিশনে পাঠানো হবে।

ইএইচ

Link copied!