ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
ডিসেম্বর ৩০, ২০২৪, ০৫:২৮ পিএম
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
ডিসেম্বর ৩০, ২০২৪, ০৫:২৮ পিএম
নওগাঁর ধামইরহাটে আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার সাতানা ফুটবল মাঠে পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ বিজিবির আয়োজনে এ জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ইকবাল হোসেন পিবিজিএম।
এ সময় সভায় বক্তব্য দেন, ১৪ বিজিবি ব্যাটালিয়ন সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, কালুপাড়া কোম্পানি কমান্ডার শরিফুল ইসলাম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মুসা, সাজেদুর রহমান, মোসা. রেবেকা পারভীন প্রমুখ।
ইএইচ