Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গ্রেপ্তার ২

ট্রিপল মার্ডারের ঘটনায় ৬৫ জনের নামে হত্যা মামলা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

ডিসেম্বর ৩০, ২০২৪, ০৬:০২ পিএম


ট্রিপল মার্ডারের ঘটনায় ৬৫ জনের নামে হত্যা মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে একই সময় তিনজন খুনের ঘটনায় কালকিনি থানায় দুটি হত্যা মামলা দায়ের হয়েছে।

সোমবার সকালে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত আতাউর রহমান আক্তার শিকদারের বাবা মতিউর রহমান।

অপর একটি মামলা করেন নিহত সিরাজুল ইসলাম চৌকিদারের বাবা রশিদ চৌকিদার।

দুটি মামলায় প্রধান আসামি করা হয়েছে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে।

ওই মামলায় মোট ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৬৫ জনকে।

এ তথ্য নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আমিন।

এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- কালকিনির বাঁশগাড়ী ইউনিয়নের সাব্বির হোসেন শান্ত ও মোতালেব হোসেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আমিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তিন খুনের ঘটনায় নিহতের পিতা মতিউর রহমান হত্যা মামলা করেছে। আসামিদের নাম আপাতত বলা যাচ্ছে না। কারণ এতে আসামিরা গা-ঢাকা দিতে পারে। আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে। প্রযুক্তির মাধ্যমেও আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। তবে বাঁশগাড়ীর বর্তমান চেয়ারম্যান ও তার ভাইকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে বাকিদের নাম বলা যাবে না।’

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘তিন হত্যার ঘটনার দুটি মামলা হয়েছে। এছাড়াও দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’

ইএইচ

Link copied!