ফেনী প্রতিনিধি
ডিসেম্বর ৩০, ২০২৪, ০৭:০৯ পিএম
ফেনী প্রতিনিধি
ডিসেম্বর ৩০, ২০২৪, ০৭:০৯ পিএম
ফেনী জেলা কেন্দ্রীয় জামে মসজিদের নামাজের সময় সূচির এলইডি স্ক্রিনে ভেসে উঠল ‘আ.লীগ আবার ফিরবে, জয় বাংলা।’
এ লেখাকে কেন্দ্র করে মুসল্লি ও সাধারণ মানুষজন বিক্ষুব্ধ হয়ে উঠে।
সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত ফেনী জেলা কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ এমন একটি লেখা দেখা যায়। লেখাটি দেখার পরেই স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও ছাত্র-জনতা বড় মসজিদের সামনে অবস্থান নেয়।
এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জমির হোসেন নামের মসজিদের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা।
পরে ঘটনাস্থলে আসেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এমএ খালেক, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারীসহ বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।
তারা সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনীর প্রতিনিধিসহ সাধারণ মানুষ বলছেন, বড় মসজিদের কমিটিতে আওয়ামী লীগের লোকজন রয়েছে। তারাই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।
ফেনী সদর মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা একজন আটকের সত্যতা নিশ্চিত করেন।
ইএইচ