Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫,

কুড়িগ্রামে জলবায়ু ঝুঁকি বিমা দাবি নিয়ে সভা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিসেম্বর ৩০, ২০২৪, ০৭:৪১ পিএম


কুড়িগ্রামে জলবায়ু ঝুঁকি বিমা দাবি নিয়ে সভা

কুড়িগ্রামে জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্তদের ঝুঁকি বিমা প্রকল্পের আওতায় বিমা দাবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে কুড়িগ্রাম আরডিআরএস চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান।

আরডিআরএস বাংলাদেশর রিজিওনাল কোঅর্ডিনেটর তপন কুমার সাহার’র সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদীর খান, রাজারহাট উপজেলা কৃষি (অতিরিক্ত) কর্মকর্তা হৈমন্তী রানী, ডব্লিউএফপি’র হেড অব ফিল্ড অফিসার (রংপুর) বিথীকা বিশ্বাস, অক্সফোম ইন বাংলাদেশর প্রোগ্রাম কোঅর্ডিনেটর নাফিসা তাসনিম খান, ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, পাঁচগাছী ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক (এক:) মাহফুজার রহমান খন্দকার, সাংবাদিক আশরাফুল ইসলাম রুবেল, ফজলে ইলাহি স্বপন, শাহীন আহমেদ প্রমুখ।

জলবায়ু ঝুঁকি বিমা প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলার ৩৬টি ইউনিয়নে ২০ হাজার উপকারভোগীকে বিমার আওতায় আনা হয়েছে।

ইএইচ

Link copied!