Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫,

অতিরিক্ত পুলিশ সুপার

তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন

ফরিদগঞ্জ প্রতিনিধি

ফরিদগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ৩০, ২০২৪, ০৭:৪৫ পিএম


তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন

চুরি, ডাকাতি, কিশোর গ্যাং, মাদকবিরোধী সমাজ গড়তে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং পুলিশ ও জনতার মধ্যে পারস্পরিক সর্ম্পক উন্নয়নে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ফরিদগঞ্জ থানার গোলঘরে থানা পুলিশের আয়োজিত ওপেন হাউস ডেতে থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রাশেদুল হক চৌধুরী।

এ সময় তিনি বলেন, মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্ব সাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় কাজ করছে।

এ সময় স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সামাজিক ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গের উপস্থিতিতে সমসাময়িক বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে উন্মুক্ত আলোচনা করা হয়। জনসাধারণ প্রধান অতিথির নিকট বিভিন্ন বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে, প্রধান অতিথি উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দিক-নির্দেশনা প্রদান করেন।

ইএইচ

Link copied!