আমার সংবাদ ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২৪, ০৯:৫১ এএম
আমার সংবাদ ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২৪, ০৯:৫১ এএম
টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে গুড়িয়ে দিয়েছে কিছু অজ্ঞাত ব্যক্তিরা।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে ভেকু মেশিন দিয়ে ম্যুরালটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি ভেকু পৌরে উদ্যানের ভিতরে প্রবেশ করে। পরে মুক্ত মঞ্চের পাশে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে গুড়িয়ে দেয়।
যদিও ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ম্যুরালের এক পাশেই ভাঙা হয়েছিল।
সোমবার পুরোপুরি ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। বঙ্গবন্ধুর ম্যুরাল ছাড়াও এখানে জাতীয় চার নেতার ছবি সম্বলিত ম্যুরাল ছিল।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানবীর আহাম্মেদ জানান, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তাই এ বিষয়ে কোনো কিছু বলতে পারছি না।
ইএইচ