কিশোরগঞ্জ প্রতিনিধি:
ডিসেম্বর ৩১, ২০২৪, ০১:১৬ পিএম
কিশোরগঞ্জ প্রতিনিধি:
ডিসেম্বর ৩১, ২০২৪, ০১:১৬ পিএম
রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন কিশোরগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকশতাধিক নেতাকর্মী।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে জেলা শহরের আখড়াবাজার মোড় থেকে বাসযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার অন্যতম নেতা মামুন আহমেদ,ফয়সাল প্রিন্স এর নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর পক্ষ থেকে বিপ্লবী সরকার গঠন উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারের সমাবেশে যোগ দিতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠাতব্য ‘মার্চ ফর ইউনিটি’ অনুষ্ঠানে যোগ দিতে তারা বর্তমানে ঢাকার কাছাকাছি অবস্থান করছেন। ঢাকা পৌঁছে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি শেষে সবাই পুনরায় কিশোরগঞ্জ ফেরত যাবেন বলে জানা গেছে।
এদিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের নামকরণ পরিবর্তন করে ‘মার্চ ফর ইউনিটি’ রাখা হয়েছে।
বিআরইউ