কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ৩১, ২০২৪, ১১:০৪ পিএম
কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ৩১, ২০২৪, ১১:০৪ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন প্রজন্মের উদ্যম ও সৃজনশীলতাকে উদযাপন করতে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি তদন্ত হাবিবুল্লা বাহার, কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
সভায় আরও বক্তব্য দেন- কটিয়াদী প্রেস ক্লাবের আহ্বায়ক অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন ভূঞা সবুজ, এবং বৈষম্যবিরোধী ছাত্র রাব্বি।
উৎসব সফল করতে অংশগ্রহণকারী সবাই নিজেদের দৃষ্টিভঙ্গি ও প্রস্তাবনা তুলে ধরেন। এটি শুধু একটি আয়োজন নয়, বরং নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি গড়ার একটি প্রয়াস হিসেবে দেখছেন আয়োজকরা।
ইএইচ