Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫,

পরকীয়ার জেরে স্ত্রীর প্রেমিককে কুপিয়েছে প্রবাসী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

জানুয়ারি ১, ২০২৫, ১২:৪০ পিএম


পরকীয়ার জেরে স্ত্রীর প্রেমিককে কুপিয়েছে প্রবাসী

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পরকীয়ার জেরে মীর জাকির হোসেন নামে একজনকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার দিকে উপজেলা সদরের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। 
আহত মীর জাকির হোসেন নাসিরনগর সদর ইউনিয়নের মৃত মীর মহিদ হোসেনের ছেলে। এ ঘটনায় শাহিন মিয়া নামে একজনকে আটক করেছে নাসিরনগর থানা পুলিশ।

জানা যায়, প্রায় দশ বছর পূর্বে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চান্দেরপাড়া গ্রামের হাবিবা বেগমের সাথে বিয়ে হয় একই ইউনিয়নের পূর্বভাগ গ্রামের শাহিন মিয়ার। দাম্পত্য জীবনে তিন সন্তানের জনক শাহিন মিয়া তিন বছর পূর্বে জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান। এরই মধ্যে হাবিবার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে নাসিরনগর সদর ইউনিয়নের পশ্চিমপাড়ার বাসিন্দা মীর জাকির হোসেনের। এক পর্যায়ে গত ৬ই ডিসেম্বর জাকিরের হাত ধরে স্বামীর সংসার ছাড়ে হাবিবা। বিষয়টি জানার পর গত ১১ই ডিসেম্বর সৌদি থেকে দেশে ফিরে স্ত্রীকে ফিরে পেতে বিভিন্ন চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় শাহিন। পরে ঘটনার দিন সন্ধায় জাকিরকে কুপিয়ে আহত করে শাহিন মিয়া।

এ ব্যাপারে প্রবাসী শাহিন মিয়া বলেন, ফ্রিজ কিনতে নাসিরনগর গিয়া আমার স্ত্রীর সাথে জাকিরের পরকীয়া সম্পর্কের সৃষ্টি হয়। আমার তিনডা সন্তান ফালাইয়া সে আমার বউডারে নিয়া গেছে। জাকিরেরও তিনডা সন্তান আছে। সৌদি আরবে সকাল ছয়টা থেকে রাইত বারডা পর্যন্ত কাজ করে টাকা পাঠাইসি। সেই টাকা নিয়া আমার বউ অন্য পুরুষের সাথে পরকীয়া করে। আমার টাকা পয়সা নিয়ে ওরা আলাদা বাসা নিয়ে থাকে। আমার বাচ্চাগুলোর দিকে তাকাইলে কইলজাডা ফাইট্টা যায়, সারারাত আমার বাচ্চারা কান্না করে। সেই কষ্টে আমি জাকিরকে কুপাইছি। এখন যদি আমার ফাঁসিও হয় আমার কষ্ট নাই। আর যেন কেউ পরকীয়া না করে এর লাইজ্ঞা কুপাইসি।

নাসিরনগর থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে শাহিন মিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআরইউ
 

Link copied!