নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
জানুয়ারি ১, ২০২৫, ০৩:৩০ পিএম
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
জানুয়ারি ১, ২০২৫, ০৩:৩০ পিএম
ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি নেতা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম শামস সূর্যের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের সার্বিক তত্ববধানে নিজ বাসভবনের সামনে তিন শতাধিক কম্বল বিতরণ হয়।
বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম শামস কম্বল বিতরণকালে তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। ছাত্র দল বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠন। ছাত্র দলের নেতাকর্মীরাই আগামী দিনের বিএনপি’র কাণ্ডারি। তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকের বিজয় সুনিশ্চিত করার জন্য ছাত্রদলের নেতাকর্মীদেরকে আহ্বান জানান।
এ সময় নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিুজল ইসলাম পিকুল, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূইয়া বিপ্লব, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাবু পল্লব রায়, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকরাম হোসেন ফেরদৌস, এমদাদুল হক প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইএইচ