Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫,

বাকেরগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

জানুয়ারি ১, ২০২৫, ০৩:৩৪ পিএম


বাকেরগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়

বরিশালের বাকেরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সঙ্গে রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের নববর্ষের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, দৈনিক সংগ্রামের মো. খলিলুর রহমান, দৈনিক সকালের বার্তার বিএম রেজাউল, দৈনিক আজকের পরিবর্তনের শাখাওয়াত হোসেন মনির, দৈনিক ভোরের অঙ্গীকারের মাসুদুর রহমান মোরশেদ, দৈনিক বাংলাদেশ বুলেটিনের মো. জাহিদুল ইসলাম, দৈনিক তারুণ্যের বার্তার মো. আবুল বাসার, দৈনিক মুক্ত খববের জাহিদুল ইসলাম, দৈনিক প্রাণের বাংলাদেশের নিলুফা ইয়াসমিন তানিয়া, এমটিভির গাজী মো. মোশাররফ, দৈনিক বাংলাদেশের খবরের মো. সুমন ভূইয়া, দৈনিক দক্ষিণবঙ্গের মো. জাকির খান, দৈনিক ভোরের আলোর আবিদ ইসলাম আশিক, দৈনিক বরিশাল বার্তার রবিউল ইসলাম রবি, সাংবাদিক শাহিন হাওলাদার প্রমুখ।

মতবিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সাথে নববর্ষের  ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি বাকেরগঞ্জ উপজেলায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

ইএইচ

Link copied!