Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫,

বরিশালে পৃথক র‌্যালি ও সমাবেশের মধ্যদিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আরিফ হোসেন, বরিশাল

আরিফ হোসেন, বরিশাল

জানুয়ারি ১, ২০২৫, ০৪:১১ পিএম


বরিশালে পৃথক র‌্যালি ও সমাবেশের মধ্যদিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার এই স্লোগান নিয়ে দীর্ঘ ১৫ বছর পর পুলিশি বাঁধা ছাড়াই বরিশাল নগরীতে প্রকাশ্যে পৃথক র‌্যালি ও বড় মহড়ার মাধ্যমে পৃথক মিছিল এবং সমাবেশের মধ্যদিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদল।

বুধবার বেলা ১১টায় নগরীর সদর রোড অশ্বিনী কুমার হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপি কার্যালয় চত্বরে পৃথকভাবে জেলা ও মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে বেলা সাড়ে ১২টার দিকে কয়েক হাজার নেতাকর্মীর বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।

মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের সঞ্চালনায় র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।

প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীনসহ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির শীর্ষ নেতারা।

অন্যদিকে একই সময় বিগত বছরগুলোর মত এবারও পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা ছাত্রদল।

বরিশাল জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল আলম মিঠুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় সমাবেশ ও র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন।

বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান।

সমাবেশ শেষে জেলা ও মহানগরের পক্ষ থেকে পৃথকভাবে বিশাল দুইটি র‌্যালি বের করা হয়।

এদিকে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা ছাত্রদল রক্তদান কর্মসূচি পালন করেছে।
এ সময় তারা দলকে সুসংগঠিত করার পাশাপাশি আগামীতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

ইএইচ

Link copied!