কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
জানুয়ারি ১, ২০২৫, ০৪:২১ পিএম
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
জানুয়ারি ১, ২০২৫, ০৪:২১ পিএম
গাজীপুরের কালীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ জানুয়ারি) সকালে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামে ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় বাদল মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নূরী তাসমিন ঊর্মি এ জরিমানা করেন।
এ সময় ল বেঞ্চ সহকারীর মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে মাটি কেটে ইট বাটায় বিক্রি করে করে আসছিল।
খবর পেয়ে কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে মাটি কাটায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ০১টি মামলায় ৫০,০০০/- জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি জানান, দীর্ঘদিন ধরে মাটি খননকারী যন্ত্র/বেকু দিয়ে মাটি কেটে মাটি বিক্রয় করে আসছে চক্রটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জরিমানা করা হয় এবং সেই সঙ্গে সতর্ক করা হয়েছে, যাতে ওই এলাকায় আর কোনো মাটি কাটা না হয়।
বিআরইউ