দিনাজপুর প্রতিনিধি
জানুয়ারি ১, ২০২৫, ০৪:৩৮ পিএম
দিনাজপুর প্রতিনিধি
জানুয়ারি ১, ২০২৫, ০৪:৩৮ পিএম
দিনাজপুর সদর উপজেলার কালুর মোড় নামক স্থানে শীতার্ত মানুষের মাঝে প্রায় তিন শতাধিক কম্বল বিতরণ করেছে ‘আমরা নামে’ একটি বেসরকারি সংস্থা।
বুধবার বিকাল সাড়ে ৩টায় কালুর মোড় নামক স্থানে অসহায় ছিন্নমূল, অটোচালক, দিনমজুর শীতার্ত নারী পুরুষ ও দুস্থ শিশুদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাশেদুল ইসলাম মানিক।
বিশিষ্ট ব্যবসায়ী আল মামুন বিপ্লব কম্বল বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন।
প্রতি বছরই এ সংস্থা শীতার্ত ও নিম্ন আয়েরে মানুষের মাঝে কম্বল বিতরণ করে আসছে।
ইএইচ