Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫,

গুইমারায় তারুণ্যের উৎসব পালিত

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

জানুয়ারি ১, ২০২৫, ০৪:৪১ পিএম


গুইমারায় তারুণ্যের উৎসব পালিত

‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার।

বুধবার (১লা জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে গুইমারা উপজেলা প্রশাসন কর্তৃক অনুষ্ঠিত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভা ও র‍্যালিতে উপস্থিত ছিলেন, গুইমারা থানার অফিসার ইনর্চাজ মো. এনামুল হক চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপজেলা খাদ্য গুদাম ইনর্চাজ আতাউল গনি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শামীম হোসেন, খাগড়াছড়ি জেলা প্রেসক্লাবের সদস্য ও গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি ও সরকারি বে-সরকারি কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

এসময় অতিথিরা তারুণ্যের উৎসবের ধারণা ও উদ্দেশ্য সংক্রান্ত বিষয় বলেন, ক্রিকেটের শক্তিকে কাজে লাগিয়ে যুবসমাজকে ঐক্যবদ্ধ করা, তরুণদের মাঝে সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ প্রচার পরিবর্তনকে ধারণ করে বৈশ্বিক আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন বাংলাদেশ গড়া, দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধকে জাগিয়ে তোলা, যুব সমাজকে সৃজনশীল উদ্দীপনায় উজ্জীবিত করে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি, তরুণদের মেধা, শক্তি-আবেগ, উদ্ভাবনী ক্ষমতা ও উদ্যোক্তা মনোভাবকে জাগ্রত করে অর্থনৈতিক সুযোগ সৃষ্টি, ঘরোয়া ক্রিকেট ও খেলাধুলার মানোন্নয়ন ও স্থানীয় প্রতিভার অন্বেষণ, যুবদের আত্ম-উন্নয়ন, নেতৃত্ব ও চরিত্র গঠনের সুযোগ সৃষ্টি করে পারস্পরিক সহনশীলতা ও সহানুভূতিশীল করে তোলাই তারুণ্যের উৎসবের মূল লক্ষ্য। এ লক্ষ্যকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবেই দেশ ও পৃথিবী বদলানো সম্ভব হবে।

আলোচনা সভার আগে বর্ণাঢ্য র‍্যালি গুইমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি, বে-সরকারি কর্মকর্তা, কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

বিআরইউ
 

Link copied!