Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫,

ককটেল উদ্ধার

বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: টেঁটাবিদ্ধ হয়ে আহত ২৫

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জানুয়ারি ১, ২০২৫, ০৫:১০ পিএম


বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: টেঁটাবিদ্ধ হয়ে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছেন।

বুধবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলা শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের নরসিংদী সদর হাসপাতাল চিকিৎসা দেয়া হয়েছে।

আহতরা হলেন, মতি মেম্বারের ছেলে আলমগীর হোসেন, মিজান বেপারির ছেলে সোলেমান, শাজাহান মিয়ার ছেলে সোহরাব হোসেন, রাসেল মিয়া, মদন মিয়ার ছেলে রফিক, অহিদ মিয়ার ছেলে দুলাল মিয়া, খালেক মিয়ার ছেলে সোনি মিয়া, বাদশা মিয়ার ছেলে রাসেল মিয়া, হানিফ মিয়ার ছেলে সামীর মিয়াসহ আরও অনেকে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত সফু সরকারের বাড়ির সাথে আজগর আলী সরকার বাড়ির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় টেটাবিদ্ধসহ ২৫ জন আহত হয়।

আহতদের নরসিংদী জেলা সদর হাসপাতালেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়াও সফু সরকার বাড়ির খালেক মিয়ার গোয়াল থেকে চারটি গরু নিয়ে যাওয়ার অভিযোগ ও একটি গর্ভবতী ছাগলকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

গত দুই মাস আগেও দু’গ্রুপের মধ্যে টেটাবিদ্ধ হয়ে ২৫ জন আহত হয়েছিল।

সফু সরকার বাড়ির মতিউর রহমান সরকার জানান, দীর্ঘ ২ মাস ধরে সুলতান মাস্টারের লোকজন রাতের বেলা আমাদের বাড়িঘর ও লোকজনের উপর হামলা করার চেষ্টা করতেছে। আজ ফজরের নামাজের সময় হঠাৎ সুলতান মাস্টারের লোকজন আমাদের উপর হামলা করে। আমরা নিজেদের রক্ষা করতে তাদেরকে ধাওয়া করি। এ সময় আমাদের লোকজন টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু বিচার দাবি করছি।

সফু সরকার বাড়ির ফরিনা বেগম বলেন, আমি ফজরের নামাজের দুই রাকাত সুন্নত শেষ করলাম পড়ে দেখি সুলতান মাস্টারের লোকজন আমার গোয়াল থেকে চারটি গরু নিয়ে যাচ্ছে। আমি কান্নাকাটি করলে আমাকে রামদা দেখিয়ে ভয় দেখায় প্রাণে মারার হুমকি দেয়।  

এছাড়াও আমার একটি গর্ভবতী ছাগলকে পিটিয়ে হত্যা করেছে তারা। আমি সঠিক বিচার দাবি করছি।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী জানান, গোপন সূত্রে সংবাদ পেয়েছি দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

ইএইচ

Link copied!