Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫,

রাজারহাটে হিমেল হাওয়ায় জবুথবু জনজীবন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ১, ২০২৫, ০৫:৩৩ পিএম


রাজারহাটে হিমেল হাওয়ায় জবুথবু জনজীবন

কুড়িগ্রাম জেলাজুড়ে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার গতিতে বইছে হিমেল হাওয়া।

বুধবার আকাশে দেখা মিলেনি সূর্যের। দেশের উত্তরের জেলা কুড়িগ্রামে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও তীব্র শীতের কনকনে ঠান্ডায় জবুথবু জেলার রাজারহাট উপজেলার জনজীবন।

গত কয়েকদিন ধরে কুয়াশার চাদরে ঢেকে থাকে দিনের অধিকাংশ সময়। সন্ধ্যা হলে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে শীত ও হাড়কাঁপানো ঠান্ডা বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

রাজারহাট টু তিস্তা সড়কে দূরপাল্লার বাস, অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের সকাল ৯টায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

উপজেলা ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ গ্রামের বাসিন্দা হোটেল শ্রমিক আসলাম হোসেন বলেন, সারারাত ঠান্ডা বাতাস ও কনকনে ঠান্ডা ছিল। আজ দিনের বেলায় সূর্যের দেখা নাই।

তিস্তা পাড়ের আরেক বাসিন্দা নজরুল ইসলাম জানান, সকালে জমিতে কাজ করতে হয়। কাজ করতে গিয়ে হাত ও বরফের মতো ঠান্ডা হয়ে যায়।

অটোরিকশা চালক ফরহাদ হোসেন বলেন, ঠান্ডা বাতাসে অটোরিকশা নিয়ে বেড়িয়েছি। দিন শেষ হতে চলছে দুশত টাকা আয় হয়নি। অতিরিক্ত ঠান্ডা বাতাসে যাত্রী খুবই কম।

কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ রাজারহাট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯% এবং বাতাসের গতি ছিল ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।

ইএইচ

Link copied!