জামালপুর প্রতিনিধি
জানুয়ারি ১, ২০২৫, ০৮:১০ পিএম
জামালপুর প্রতিনিধি
জানুয়ারি ১, ২০২৫, ০৮:১০ পিএম
দেওয়ানগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সরকারি হাইস্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষ্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন আনোয়ার সজীবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর ছাত্রদলের সদস্য সচিব রকিবুল হাসান সানির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন (ভার্চুয়ালি) প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ সাদা।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদাত বিন শোভন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ করিম পলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মনজু হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব মন্ডল, একেএম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকসহ আরও অনেকে।
ইএইচ