Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫,

১৭ বছর পর শরীয়তপুরে ছাত্রদলের র‌্যালি

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর

জানুয়ারি ১, ২০২৫, ০৮:৩২ পিএম


১৭ বছর পর শরীয়তপুরে ছাত্রদলের র‌্যালি

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে দীর্ঘ ১৭ বছর শরীয়তপুরের প্রধান সড়কগুলোতে মিছিল-মিটিং করতে পারেনি বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মুখরিত করেছে শহরের বিভিন্ন সড়ক।

বুধবার বিকাল ৪টার দিকে নেতাকর্মীরা কয়েকটিভাগে বিভক্ত হয়ে ব্যানার ও ফেস্টুন নিয়ে শোভাযাত্রা বের করে।

মিছিলগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট মোড় এলাকায় এসে শেষ হয়।

ছাত্রদল শরীয়তপুর জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মো. পারভেজ খান বলেন, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করেছি। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজার হাজার ছাত্রদের উপস্থিতি প্রমাণ করছে শরীয়তপুর ছাত্রদলের ঘাটি। কেন্দ্রীয় নেতৃত্ব যোগ্য প্রার্থীকে মূল্যায়নের মাধ্যমে জেলা কমিটি ঘোষণা করলে আগামি দিনে ছাত্রদল আরও বৃহৎ কর্মসূচি পালন করবে বলে আমি আশাবাদী।

জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি রাশেদ খান মেনন বলেন, দীর্ঘদিন কোনো কর্মসূচি করতে পারিনি স্বৈরাচার হাসিনার দুঃশাসনের কারণে। আজ হাজার হাজার ছাত্রদের অংশগ্রহণে ছাত্রদল যে র‌্যালি করেছে, তাতে প্রমাণ হয়েছে শরীয়তপুরের মাটি ছাত্রদল, বিএনপির ঘাটি।

ইএইচ

Link copied!