আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
জানুয়ারি ২, ২০২৫, ০৩:৩২ পিএম
আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
জানুয়ারি ২, ২০২৫, ০৩:৩২ পিএম
‘নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য ওয়াকাথন উপজেলা চত্বর থেকে বের হয়ে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা চত্বরে কল্যাণরাষ্ট্র বিনির্মাণ বিষয়ক মুক্ত আড্ডা ও প্রতিবন্ধীদের মাঝে আইডিকার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মোস্তফা হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মধুপুর ডিগ্রি কলেজের সমাজ কল্যাণ বিভাগের অধ্যাপক আব্দুল সবুর খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আ. হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
বিকালে মধুপুর উপজেলা পরিষদের হলরুমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিআরইউ/ইএইচ