মোরেলগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৫, ০৪:১৯ পিএম
মোরেলগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৫, ০৪:১৯ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্রের হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পঞ্চকরণ গ্রামের শতাধিক পরিবারের সদস্যরা শোনাখালী বাজার সংলগ্ন সড়কে ব্যানার হাতে নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
মানববন্ধনে নেতৃত্ব দেন ব্যবসায়ী বাবুল খান ও প্রভাষক সোহেল তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- প্রতিবন্ধী নূরুল ইসলাম, শিক্ষক ফয়সাল তালুকদার, ঈমাম ছাদেকুল ইসলাম ও পারভিন বেগম।
বক্তারা বলেন, ‘স্থানীয় একটি মহল সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে টাকা আদায় করছে। এ ছাড়াও স্থানীয় ব্যবসায়ীদের দোকান বসানো বাবদ ও দোকান তুলে ফেলার ভয় দেখিয়ে টাকা তুলছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে’।
এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে বক্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
ইএইচ