Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মান্দায় নবগঠিত মাদরাসা শিক্ষক সমিতির সভা

রওশন আলম, (মান্দা) নওগাঁ

রওশন আলম, (মান্দা) নওগাঁ

জানুয়ারি ২, ২০২৫, ০৪:৩০ পিএম


মান্দায় নবগঠিত মাদরাসা শিক্ষক সমিতির সভা

নওগাঁর মান্দায় নবগঠিত মাদরাসা শিক্ষক সমিতির (বামাশিস) পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি দাখিল মাদরাসা মাঠে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি এসএম এরফান আলী মিয়ার সভাপতিত্বে ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. শাহ আলম মিয়া।

অনুষ্ঠানে প্রধান বক্তা (বাশিস) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট নওগাঁ জেলা শাখার সভাপতি মো. হাফিজুর রহমান হাফিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ আলম শেখ, বাশিস কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব ও বাশিস নওগাঁ জেলা শাখার সভাপতি মো. গোলাম সারওয়ার স্বপন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হক (ভিপি), বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক, মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোকলেছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু,সহ মান্দা উপজেলার বিভিন্ন মাদরাসা, স্কুল ও কলেজ শিক্ষক সমিতি সদস্য।

ইএইচ

Link copied!