Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাগরপুরে শোভাযাত্রা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ২, ২০২৫, ০৪:৪৭ পিএম


ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাগরপুরে শোভাযাত্রা

‘শিক্ষা ঐক্য প্রগতি আমাদের লক্ষ্য উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির অন্যতম অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে নাগরপুর উপজেলা ছাত্রদল ও নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এক র্যালি বের করে।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাগরপুর সরকারি কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শহিদুর রহমান মনির এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, প্রধান বক্তা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, বিশেষ বক্তা উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সম্মানিত সদস্য শরিফ উদ্দিন আরজু, সহ-সভাপতি তোফায়েল আহমেদ বাছেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম, যুগ্ম সম্পাদক কিবরিয়া মোল্লা, যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, নাগরপুর সরকারি কলেজের সাবেক ভি.পি মো.আরিফুল ইসলাম নবাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!